সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৯:২৩, ২৪ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:২৯, ২৭ জানুয়ারি ২০১৯
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি আলতাফ মাহমুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের আজকের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
আলতাফ মাহমুদের জন্ম ১৯৫৪ সালে পটুয়াখালীর গলাচিপার ডাকুয়া গ্রামে। সাংবাদিকতায় স্নাতকোত্তর শেষে পয়গাম পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। স্বাধীনতার পর তিনি দৈনিক স্বদেশ, দৈনিক কিষাণ ও সাপ্তাহিক খবরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দৈনিক ডেসটিনির নির্বাহী সম্পাদক ছিলেন আলতাফ মাহমুদ।
তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ও পাঁচবার ডিইউজেতে সভাপতির দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেতা।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার ও পটুয়াখালীর গলাচিপায় স্থানীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে আলতাফ মাহমুদ স্মরণসভা আয়োজন করা হয়েছে।
এসএ/